thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

নারায়ণগঞ্জে যুবকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ১১ ২১:২৬:১০
নারায়ণগঞ্জে যুবকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার সাতদিন পর আমজাদ হোসেন (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

তারাব পৌরসভার নোয়াপাড়া পিনিশঘাট এলাকা থেকে শনিবার বিকেল সাড়ে ৫টায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান দ্য রিপোর্টকে জানান, সংবাদ পেয়ে পুলিশ বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের গলা ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে|

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পিনিশঘাট এলাকায় নদীর পাড়ে বস্তাবন্দি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তারাব দক্ষিণপাড়া এলাকায় নিহতের ভাই মোক্তার হোসেন দ্য রিপোর্টকে জানান, ৪ জানুয়ারি আবুল হোসেন নামের এক যুবক তার ভাই আমজাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

স্থানীয় যুবদল নেতাকর্মীরা আমজাদ হোসেনকে তারাব পৌর যুবদলের সদস্য বলে দাবি করেছেন।

এ ব্যাপারে জেলা যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন দ্য রিপোর্টকে বলেন, ‘আমজাদের মৃতদেহ উদ্ধারের বিষয়টি আমি এখনও জানি না। তবে নিহত আমজাদ যুবদলের সদস্য কিনা তা তারাব পৌর যুবদল ভালো বলতে পারবে।’

(দ্য রিপোর্ট/এআর/এমএইচও/এনডিএস/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর