thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

কান থেকে বেরুল আস্ত একটা তেলাপোকা!

২০১৪ জানুয়ারি ১১ ২১:৩৬:৪৯
কান থেকে বেরুল আস্ত একটা তেলাপোকা!

দ্য রিপোর্ট ডেস্ক : কিছু একটা ঢোকার কারণে কানে ব্যাথা হচ্ছে তা বুঝতে পেরেছিলেন রোগী। কিন্তু জিনিসটা বের করার পর রোগীর সঙ্গে ডাক্তারও বেশ অবাক হলেন। কান থেকে বেরুল এক ইঞ্চি লম্বা একটা তেলাপোকা!

অস্ট্রেলিয়ার ডারউইনের বাসিন্দা হেন্ড্রিক হেলমার ঘুম থেকে ওঠার পর অনুভব করলেন তার ডান কানে ব্যাথা। কানে কিছু একটা ঢোকেছে বুঝতে পেরে সেটা বের করার চেষ্টা করেন তিনি। অনেক চেষ্টার পরও বস্তুটিকে বের করতে না পেরে শরণাপন্ন হন ডাক্তারের।

ছোট কোনো পতঙ্গ ঢুকেছে ভেবে কানে অলিভ অয়েল দেন ডাক্তার। এরপর তাকে অবাক করে দিয়ে বের হয় এক ইঞ্চি লম্বা একটা তেলাপোকা।

তেলাপোকাটি দেখে শুধু রোগীই নয় হতভম্ব হয়েছেন ডাক্তারও। তার ভাষায়, কারও কানে এত বড় একটা পতঙ্গ ঢুকতে পারে, এটা এর আগে দেখেননি তিনি।

(দ্য রিপোর্ট/এসকে/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর