thereport24.com
ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১,  ২ জমাদিউস সানি 1446

সূচক বেড়েছে উভয় বাজারে

২০১৩ অক্টোবর ২৯ ১৭:৩১:৩২
সূচক বেড়েছে উভয় বাজারে

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : হরতালের শেষ দিন মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক বেড়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণও। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৭ পয়েন্ট। টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে ২৩ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৯১ কোটি টাকায়।

দিনের শুরুতে সূচকের নিম্নমুখী প্রবণতায় শুরু হয় লেনদেন। যা দেড় ঘন্টার মাথায় বাড়তে থাকে। আর বাড়ার প্রবণতায় শেষ হয় তৃতীয় কার্যদিবসের লেনদেন।

ডিএসইর ব্রড ইনডেক্স ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৮৯ পয়েন্টে। মোট ২৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬০টি, কমেছে ১০৬টি আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭৮২৮ পয়েন্টে। মোট ২১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ০৭ লাখ টাকার।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/অক্টোবর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর