thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

সাতক্ষীরাকে সন্ত্রাসমুক্ত করতে

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি

২০১৪ জানুয়ারি ১১ ২২:৩৫:০৩
সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরাকে সন্ত্রাসমুক্ত এবং রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির।

শনিবার বিকেলে পুলিশলাইন মিলনায়তনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, এএসপি হেডকোয়ার্টার রুহুল আমিন, এএসপি (সার্কেল) কাজী মনিরুজ্জামান প্রমুখ।

পুলিশ সুপার সাতক্ষীরাকে শান্তিপূর্ণ জেলা হিসেবে পরিচিত করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। এ ছাড়া যৌথবাহিনীর অভিযানে কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন সে বিষয়েও সতর্ক থাকতে সব পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এপি/এনআই/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর