thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৮ মহররম 1447

হেল্পলাইন চালুর তিন দিনের মাথায় ২ কনস্টেবল গ্রেফতার

২০১৪ জানুয়ারি ১১ ২২:৪১:০০
হেল্পলাইন চালুর তিন দিনের মাথায় ২ কনস্টেবল গ্রেফতার

দ্য রিপোর্ট ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে হেল্পলাইন চালু করার পরপরই দিল্লিজুড়ে পড়ে গেছে দুর্নীতিমূলক কার্যক্রম ধরার হিড়িক। এরই ধারাবাহিকতায় ভয় দেখিয়ে টাকা নেওয়ার (স্থানীয় ভাষায় ‘হাফতা’) অভিযোগে শনিবার পুলিশের দুই কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। খবর এনডিটিভির।

মুখ্যমন্ত্রীর সচিব রাজেন্দ্র কুমার জানান, জনকপুরি পুলিশ স্টেশন থেকে ঈশ্বর সিং ও সন্দ্বিপ কুমার নামে দুই কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতিবিরোধী ব্রাঞ্চের একটি টহলরত দল তাদের গ্রেফতার করে।

তিনি জানান, অভিযোগকারী সোয়েটার বিক্রেতা হেল্পলাইনে রেজিস্ট্রেশন করেছেন। অভিযোগকারী জানান, ওই দুই কনস্টেবল তাদের কাছে ‘হাফতা’ (ভয় দেখিয়ে টাকা নেওয়া) দাবি করে।

অভিযোগকারী সোয়েটার বিক্রেতা অপরাধী ধরার ফাঁদ স্টিং অপারেশনে অংশ নেয় এবং এর সকল তথ্য দুর্নীতিবিরোধী ব্রাঞ্চকে সরবরাহ করে।

দুই কনস্টেবলের বিরুদ্ধে গত মাসে একটি এনজিও’র সঙ্গে কাজ করা এক ভেন্ডারের কাছ থেকে তিন হাজার রুপি নেওয়ার অভিযোগ করা হয়েছে। এই মাসেও তারা ওই ব্যক্তির কাছে একই পরিমাণ অর্থ দাবি করে।

এ ছাড়া শুক্রবার পার্লামেন্ট স্ট্রিটের কো-অপারেটিভ গ্রুপ হাউজিং সোশাইটির অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রারের এক স্টাফকে ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার কেজরিওয়াল এ হেল্পলাইন প্রকল্প চালু করেছেন। ইতোমধ্যেই এটি দিল্লিবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

(দ্য রিপোর্ট/এসকে/ এনআই/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর