thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

হামলা ঠেকাতে গিয়ে নিহত কিশোরকে রাষ্ট্রীয় সম্মান পাকিস্তানের

২০১৪ জানুয়ারি ১১ ২২:৫৮:১৫
হামলা ঠেকাতে গিয়ে নিহত কিশোরকে রাষ্ট্রীয় সম্মান পাকিস্তানের

দ্য রিপোর্ট ডেস্ক : বিদ্যালয়ে চালাতে যাওয়া এক আত্মঘাতী বোমা হামলা ঠেকাতে গিয়ে জীবন উৎসর্গ করা কিশোর আইতেজাজ হাসানকে সাহসের জন্য দেশটির সর্বোচ্চ খেতাব দিতে যাচ্ছে পাকিস্তান। খবর আলজাজিরার।

খাইবার পশতুনখাওয়া রাজ্যের হাঙ্গু জেলার একটি বিদ্যালয়ে সোমবার আত্মঘাতী হামলা চালানোর সময় তা ঠেকিয়ে দেন ওই বিদ্যালয়েরই ছাত্র হাসান (১৫)। এর ফলে বেঁচে যায় বিদ্যালয়ের হাজার ছাত্রের জীবন।

তবে অন্য ছাত্রদের জীবন বাঁচাতে গিয়ে নিজেকে জীবন দিতে হয়েছে হাসানের। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও বোমার আঘাতে মারাত্মক আহত হাসান অবশেষে হাসপাতালে মারা যান।

দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কার্যালয় থেকে জানানো হয়েছে, তারা প্রেসিডেন্ট মামনুন হোসাইনের কাছে শহীদ আইতেজাজ হাসানকে সিতারা-ই-সুজ্জাত (সাহসের তারা) খেতাবে ভূষিত করতে সুপারিশ করবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা এএফপিকে জানান, শহীদের পরিবার চাচ্ছে আগামী ২৩ মার্চ জাতীয় দিবসে হাসানকে এ খেতাব দেওয়া হোক।

(দ্য রিপোর্ট/এসকে/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর