thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৮ মহররম 1447

দক্ষিণ লিবিয়ায় নিহত ১৯

২০১৪ জানুয়ারি ১২ ০১:২০:০৬
দক্ষিণ লিবিয়ায় নিহত ১৯

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ লিবিয়ার সেবহা প্রদেশে প্রতিদ্বন্দ্বী দুই আদিবাসী গোত্রের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্থানীয় এক কর্মকর্তা। শনিবারের সংঘর্ষে কমপক্ষে আরো ২০ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

সেবহা প্রদেশের স্থানীয় পরিষদের প্রধান আইয়ূব আল জার্রোউক জানান, শনিবার সকালের দিকে তউবোয়াস ও আউলেদ স্লেইম্যান গোত্রের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে কমপক্ষে ১৯ জন মারা যায় ও আহত হয় আরো ২০ জন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার আউলেদ স্লেইম্যান গোত্রের এক মিলিশিয়া সদস্য নিহত হওয়ার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ হত্যার জন্য তউবোয়াস গোত্রকে দায়ী করে আউলেদ স্লেইম্যান।

এর আগে ২০১২ সালের মার্চ মাসে ওই দুই গোত্রের সংঘর্ষে কমপক্ষে ১৫০ জন মারা গিয়েছিল।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/জানুয়ারি ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর