thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

পুকুর থেকে ছাত্রের লাশ উদ্ধার

২০১৪ জানুয়ারি ১২ ০৩:১৯:০৮
পুকুর থেকে ছাত্রের লাশ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর দুরুস সালাম থানার দ্বীপনগরের ইট খোলার পুকুর থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

দুরুস সালাম থানার উপ-পরিদর্শক খোকন চন্দ্র দেবনাথ বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টার সময় লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের নাম শাহরিয়ার সাকিব প্রান্ত (১৭)। সে বিএফ শাহীন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। বাবার নাম মোহর আলী। দুরুস সালামের হরিরামপুর ১/এ নম্বর বাসায় থাকতো।

মৃতের বাবা বলেন, ‘গত ৫ জানুয়ারি বিকেল ৫টায় আমার ছেলে বাসা থেকে বের হয়। তারপর আর বাসায় ফেরেনি।’

তার বাবা আরও বলেন, ‘প্রান্ত ফেসবুকে জয়া এবং সুপ্তি নামের দুটি মেয়ের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতো। ঘটনার দিন এদের সঙ্গে একঘণ্টার বেশি সময় কথা বলার পর সে বাসা থেকে বের হয়।’ এই দুই মেয়েই কাউকে দিয়ে আমার ছেলেকে হত্যা করেছে বলে অভিযোগ করেন প্রান্তর বাবা।

উপ-পরিদর্শক জানায়, তার বাম হাতের কব্জিতে জখমের চিহ্ন আছে। পানিতে থাকার কারণে লাশটি ‍ফুলে বিকৃত হয়ে গেছে। ময়না তদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর