thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

রাজশাহীতে মহিলা দলের মিছিলে জলকামান

২০১৪ জানুয়ারি ১২ ১০:৫৮:৫৫
রাজশাহীতে মহিলা দলের মিছিলে জলকামান

রাজশাহী সংবাদদাতা : অবরোধের সমর্থনে রবিবার সকালে রাজশাহী মহানগরীর ফায়ার সার্ভিস মোড় থেকে মিছিল বের করে জাতীয়তাবাদী জেলা মহিলা দল। এতে নেতৃত্ব দেন জেলা মহিলা দলের সভাপতি রোকসানা বেগম টুকটুকি। এ সময় পুলিশ জলকামান থেকে রঙিন পানি ছিটিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় ছাত্রশিবির কর্মীরা রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করেছে। এ সময় তারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।

রাজশাহী মহানগরীতে অবরোধের কারণে ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সহিংসতার আশঙ্কায় বড় বড় ব্যবসা-প্রতিষ্ঠানও রয়েছে বন্ধ। তবে রাজশাহী থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটের ট্রেন চলাচল করছে। এ ছাড়া রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ হালকা যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।

রাজশাহীর উপ-পুলিশ কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী দ্য রিপোর্টকে বলেন, অবরোধ চলাকালে কোথাও কোনো নাশকতার ঘটনা ঘটেনি। নাশকতা রোধে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/শাহ/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর