thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সামাজিক মাধ্যমে লেখা শৃঙ্খলাবিরোধী

২০১৪ জানুয়ারি ১২ ১১:৩৬:০৮
সামাজিক মাধ্যমে লেখা শৃঙ্খলাবিরোধী

কলকাতা প্রতিনিধি : ইন্টারনেটের এই যুগে ফেসবুক, টুইটার, ব্লগিং করে ভারতের বিজেপি ও আম আদমি পার্টি যখন সাফল্য পাচ্ছে- তখন উল্টো পথে সে দেশের বাম নেতৃত্ব। ভারতের সিপিএম দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট সম্প্রতি বলেছেন, ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্টির নীতিবিষয়ক ইস্যুতে নিজেদের মতামত প্রকাশ করা দলীয় শৃঙ্খলার পরিপন্থী।

সিপিএমের এই নেতা সাংবাদিকদের বলেছেন, ইন্টারনেটসহ নানা নতুন ধরনের সামাজিক মিডিয়া রমরমা চলছে। কিছু কিছু পার্টি সদস্য নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন। পার্টির অভ্যন্তরীণ সমস্যা সংগঠনের ভেতরে আলোচনা করুন, সে ব্যাপারে সংবাদপত্রে সাক্ষাৎকার দিন, তাতে আপত্তি নেই। কিন্তু আমাদের অসংখ্য পার্টি সদস্য ফেসবুক, টুইটারে খোলাখুলি নিজেদের ব্যক্তিগত মতামত দিচ্ছেন। তারা মনে করছেন, সামাজিক মাধ্যমে নিজস্ব মতামত প্রকাশ করা যেতেই পারে। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমরা তাদের বোঝাতে পারিনি, এটাও পার্টির শৃঙ্খলাভঙ্গ।

তিনি আরও বলেন, আমরা পার্টির সদস্যদের এটা বোঝানোর চেষ্টা করছি- তারা যেন তাদের নিজস্ব মতামত বাইরে নয়, পার্টির অভ্যন্তরেই প্রকাশ করেন।

(দ্য রিপোর্ট/এসএম/এমডি/শাহ/জানুযারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর