thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

আড়াই ঘণ্টায় ৪২৪ কোটি টাকা লেনদেন

২০১৪ জানুয়ারি ১২ ১২:১১:১৮
আড়াই ঘণ্টায় ৪২৪ কোটি টাকা লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের উভয় পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেন শুরু হয়। দিনের শুরুতে মূল্য সূচকে তুলনামুলক বেশি উত্থান প্রবণতা লক্ষ্য করা গেলেও দুপুর দেড়টার সূচক কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। আড়াই ঘণ্টার মাথায় ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৬ কোটি টাকা।

দুপুর আড়াইটায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪০ পয়েণ্ট বেড়ে অবস্থান করছে ৪৪৪৮ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৪২৪ কোটি ৮৯ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৪০৭ পয়েন্টে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর আড়াইটায় ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৭১৭ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪০কোটি ৯৪ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর