thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

সাভারে স্পিনিং মিলে আগুন

২০১৪ জানুয়ারি ১২ ১২:৩১:৩৮
সাভারে স্পিনিং মিলে আগুন

সাভার সংবাদদাতা : সাভারে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত দেড়টায় সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার মারহাবা স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্পিনিং মিলের প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার রাত দেড়টার দিকে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার মারহাবা স্পিনিং মিলের নিচতলায় সুতা তৈরির একটি মেশিন থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সাভার ফায়ার স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কারখানার সুতা তৈরির একটি মেশিন থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এ ছাড়াও আগুনে কারখানার কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/এএল/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর