thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

মেঘনা কনডেন্সড মিল্কের দর তদন্ত করবে ডিএসই

২০১৪ জানুয়ারি ১২ ১৩:০৬:২২
মেঘনা কনডেন্সড মিল্কের দর তদন্ত করবে ডিএসই

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ার কারণ তদন্ত করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিগত ৬ কার্যদিবস ধরে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর একটানা বাড়ছে। আলোচ্য সময়ে এ শেয়ারের দর বেড়েছে ৬২.৫ শতাংশ। গত ৩০ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ৮ টাকা। আর গত বৃহস্পতিবার শেয়ারটি লেনদেন হয়েছে ১৩ টাকায়।

রবিবার দুপুর ১টা পর্যন্ত এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ৯.৩০ শতাংশ বা ১.২ টাকা বেড়েছে।

চলতি হিসাব বছরে অর্থাৎ ৩০ জুন ২০১৩ তারিখে এ কোম্পানির নিট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৩০ হাজার ৬১ টাকা এবং পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১০০ কোটি ৮০ লাখ ৩৫ হাজার ৯৭১ টাকা এবং কোম্পানির চলতি দায় চলতি সম্পদ অপেক্ষা ২১ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার ৪৪৮ টাকা বেশি। সম্প্রতি এ কোম্পানির নিরীক্ষক আহমেদ জাকির অ্যান্ড কোং এর পক্ষ থেকে দেওয়া ‘এমফাসিস অব মেটার’ মন্তব্যে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এএল/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর