thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

নিয়াজ মোহাম্মদের ৬২তম জন্মদিন ১৩ জানুয়ারি

২০১৪ জানুয়ারি ১২ ১৩:৩১:৫৯
নিয়াজ মোহাম্মদের ৬২তম জন্মদিন ১৩ জানুয়ারি

দ্য রিপোর্ট প্রতিবেদক : আধুনিক গানের কিংবদন্তি শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরীর ৬২তম জন্মদিন ১৩ জানুয়ারি সোমবার। ১৯৫২ সালের এই দিনে পৃথিবীর আলোছায়ায় তিনি চোখ মেলেন। তার গাওয়া ‘জীবনানন্দ হয়ে আজও সংসারে আমি’ আর ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’ প্রভৃতি ক্লাসিক্যাল গান সবসময়ই সঙ্গীত পিপাসুদের কাছে সমানভাবে জনপ্রিয়।

বাংলা গানের প্রবাদপুরুষ, এই সঙ্গীতজ্ঞ মনে করেন, সঙ্গীত সাধনার জায়গা। দিনের পর দিন শুদ্ধচর্চার মাধ্যমে এটাকে আত্মস্থ করতে হয়।

নিয়াজ মোহাম্মদ বলেন, ‘যেসব গানের ভাষা ও সুরের সাবলীল তাৎপর্য বোঝার ক্ষমতা বিশেষ ক্ষেত্রে বড়দেরও নেই, ছোটরা কিভাবে সে সব গান গায়? এরকম প্রশ্ন আমার মাঝে তীব্রভাবে ক্রিয়া করে। ভাষা, সুর ও সঙ্গীতের মাধুর্য বুঝে সঙ্গীতাঙ্গনে বিচরণ করা উচিত। তবেই আমাদের সঙ্গীত বিশ্ব দরবারে স্বতন্ত্র পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।’

তিনি জানান, কিছুদিন আগে তার শাশুড়ি মারা গেছেন। তাই এবারের জন্মদিন অনাড়ম্বরভাবে পালিত হবে।

(দ্য রিপোর্ট/এমএ/এইচএসএম/শাহ/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর