thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

৫ সংসদ সদস্যের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

২০১৪ জানুয়ারি ১২ ১৩:৩৬:৩৩
৫ সংসদ সদস্যের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫ প্রার্থীর সম্পদের হলফনামা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় রবিবার কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে দুদক সূত্র দ্য রিপোর্টকে জানিয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রবিবার কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, নির্বাচনের আগে প্রার্থীদের সম্পদের হলফনামা ও অবৈধ সম্পদের হিসাব যাচাই করলে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা ছিল। এ জন্য নির্বাচনের পরই দুদক প্রার্থীদের অবৈধ সম্পদ অনুসন্ধানের কাজ শুরু করেছে। পরবর্তী সময়ে আরও প্রার্থীদের সম্পদের হিসাব নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমডি/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর