thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

তৃতীয়বার প্রধানমন্ত্রী হাসিনা, অন্যরা কে কোন দায়িত্বে

২০১৪ জানুয়ারি ১২ ১৪:৪৮:৩৯ ২০১৪ জানুয়ারি ১২ ১৫:৫০:০০
তৃতীয়বার প্রধানমন্ত্রী হাসিনা, অন্যরা কে কোন দায়িত্বে

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্রবাহিনী বিভাগ নিজের অধীনে রেখে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন।

মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

রবিবার বিকেলে বঙ্গভবনে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার শপথের পর তার মন্ত্রিপরিষদের অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শপথ নেন।

দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও তাদের দফতর : আবুল মাল আব্দুল মুহিত-অর্থ মন্ত্রণালয়, আমির হোসেন আমু- শিল্প মন্ত্রণালয়, তোফায়েল আহমেদ- বাণিজ্য মন্ত্রণালয়, মতিয়া চৌধুরী- কৃষি মন্ত্রণালয়, আব্দুল লতিফ সিদ্দিকী- ডাক-টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, মোহাম্মদ নাসিম- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, সৈয়দ আশরাফুল ইসলাম-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, খন্দকার মোশাররফ হোসেন- প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, রাশেদ খান মেনন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অধ্যক্ষ মতিউর রহমান- ধর্মমন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন- গৃহায়ণ ও গণপূর্ণ মন্ত্রণালয়, আ ক ম মোজাম্মেল হক- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মোহাম্মদ ছাইয়েদুল হক- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মো. ইমাজউদ্দিন প্রামানিক- বস্ত্র ও পাট মন্ত্রণালয়, ওবায়দুল কাদের- যোগাযোগ মন্ত্রণালয়, হাসানুল হক ইনু- তথ্য মন্ত্রণালয়, আনিসুল ইসলাম মাহমুদ- পানি সম্পদ মন্ত্রণালয়, আনোয়ার হোসেন মঞ্জু- পরিবেশ ও বন মন্ত্রণালয়, নুরুল ইসলাম নাহিদ- শিক্ষা মন্ত্রণালয়, শাজাহান খান- নৌ-পরিবহন মন্ত্রণালয়, অ্যাডভোকেট আনিসুল হক- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মো. মুজিবুল হক- রেলপথ মন্ত্রণালয়, আ হ ম মুস্তফা কামাল- পরিকল্পনা মন্ত্রণালয়, মোস্তাফিজুর রহমান ফিজার- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আসাদুজ্জামান নূর- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সৈয়দ মহসিন আলী- সমাজকল্যাণ মন্ত্রণালয়, শামসুর রহমান শরীফ- ভূমি মন্ত্রণালয়, অ্যাডভোকেট কামরুল ইসলাম - খাদ্য মন্ত্রণালয়।

দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও তাদের দফতর : শাহরিয়ার আলম- পররাষ্ট্র মন্ত্রণালয়, আসাদুজ্জামান খান কামাল- স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মো. মুজিবুল হক চুন্নু- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থপতি ইয়াফেস ওসমান- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এমএ মান্নান- অর্থ মন্ত্রণালয়, মির্জা আজম- বস্ত্র ও পাট মন্ত্রণালয়, প্রমোদ মানকিন- সমাজকল্যাণ মন্ত্রণালয়, বীর বাহাদুর উ সৈ শিং- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, নারায়ণ চন্দ্র চন্দ- মৎস্য ও পানি সম্পদ, বীরেন শিকদার- যুব ও ক্রীড়া, সাইফুজ্জামান চৌধুরী- ভূমি মন্ত্রণালয়, বেগম ইসমত আরা সাদেক- প্রাথমিক ও গণশিক্ষা, বেগম মেহের আফরোজ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মো. মশিউর রহমান রাঙ্গা- পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জাহিদ মালেক- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, নসরুল হামিদ বিপু-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জুনায়েদ আহমেদ পলক- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।

উপমন্ত্রী ও তাদের দফতর : আরিফ খান জয়- যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব - পানি সম্পদ মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা : নতুন সরকারের প্রধানমন্ত্রীর চারজন উপদেষ্টাও নিয়োগ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা হলেন- এইচটি ইমাম- রাজনীতি বিষয়ক, মশিউর রহমান- অর্থ বিষয়ক, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক- প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক ও গওহর রিজভী- আন্তর্জাতিক।
রবিবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন গঠিত সরকারের মন্ত্রিপরিষদের সদস্যদের দফতর বণ্টন করা হয়।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মন্ত্রিপরিষদের বণ্টন হওয়া দফতর সম্পর্কে সাংবাদিকদের জানান।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গে আগের মন্ত্রিপরিষদের সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের দায়িত্ব বাতিল হয়ে গেছে।’

(দ্য রিপোর্ট/আরএইচ/এইচআর/এপি/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর