thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

মির্জা ফখরুলসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

২০১৪ জানুয়ারি ১২ ১৪:৫৩:১৪
মির্জা ফখরুলসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে রবিবার দুপুরে মতিঝিল থানার এসআই আজিজুল হক এই চার্জশিট দাখিল করেন।

উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচিতে মতিঝিল থানা এলাকায় ভিআইপি রোডে বিএনপি জামায়াতের একটি মিছিল বের করে। এ সময় রাস্তায় রিক্সা ভাঙচুর পুলিশের ওপর চড়াও ও ৩-৪টি ককটেল বিস্ফোরণ করে। এ ঘটনায় মতিঝিল থানার এসআই মোকারম হোসেন মামলা দায়ের করেন।

(দ্য রিপোর্ট/জেএ/এফএস/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর