thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

দশম সংসদের পুনর্নির্বাচন চেয়ে ফারুকের রিট

২০১৪ জানুয়ারি ১২ ১৫:৫২:৫৮
দশম সংসদের পুনর্নির্বাচন চেয়ে ফারুকের রিট

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদের পুনর্নির্বাচন চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রবিবার নবম জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এ রিটটি দায়ের করেন।

রিটে আইন সচিব, মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, স্পীকার, জাতীয় সংসদ সচিব ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে।

একইসঙ্গে নির্বাচন কমিশন কর্তৃক ২৯০ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ ও শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারির আবেদন করা হয়েছে।

এ ছাড়া রুল শুনানি শেষ না হওয়া পর্যন্ত দশম জাতীয় সংসদের কোনো অধিবেশন যেন না বসতে এবং এ সব সংসদ সদস্যকে কোনো প্রকার পারিতোষক না দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এসএ/এমডি/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর