thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

প্রধানমন্ত্রীর শপথ নিলেন শেখ হাসিনা

২০১৪ জানুয়ারি ১২ ১৬:০৩:৫৪
প্রধানমন্ত্রীর শপথ নিলেন শেখ হাসিনা

দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। রবিবার বিকেল তিনটা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী এ শপথ নেন।

এর আগে বিকেল সাড়ে তিনটার কিছু আগে সর্বদলীয় সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে প্রবেশ করেন। এ শপথ নেওয়ার মাধ্যমে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। এবার সরকার গঠনের মাধ্যমে স্বাধীনতার পর তৃতীয়বারের মতো ক্ষমতায় এলো আওয়ামী লীগ।

প্রধান বিরোধী দল বিএনপির বর্জনের মধ্যেই গত ৫ জানুয়ারি রবিবার দশম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার বেসরকারিভাবে নির্বাচিত ২৯২ জন সাংসদের মধ্যে ২৯০ জন সাংসদের নাম গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন।

২৯২টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩১, জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ছয়, জাসদ পাঁচ, জাতীয় পার্টি (জেপি) এক, তরীকত ফেডারেশন এক, বিএনএফ এক এবং স্বতন্ত্র ১৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচন হয় ১৪৭ আসনে। দশম সংসদের ৩০০ আসনের মধ্যে আটটি আসনের ফলাফল স্থগিত রয়েছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এইচএসএম/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর