thereport24.com
ঢাকা, বুধবার, ১৬ জুলাই 25, ১ শ্রাবণ ১৪৩২,  ২০ মহররম 1447

যুক্তরাষ্ট্রের হুমকি বায়ুদূষণ

২০১৩ অক্টোবর ০৬ ১৬:৫৪:৩৬
যুক্তরাষ্ট্রের হুমকি বায়ুদূষণ
দিরিপোর্ট২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রায় দুই লাখ মানুষ গড় আয়ুর আগেই মারা যাচ্ছেন শুধুমাত্র বায়ু দূষণের কারণে। সম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটউট অব টেকনোলজির গবেষকরা শিল্প কারখানার চিমনি, যানবাহন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ঘরবাড়ি থেকে নির্গত ধোঁয়ার সূত্র ধরে এই অকাল মৃত্যুর তথ্য প্রকাশ করেছে।

অকাল মৃত্যুর জন্যে সবচেয়ে বেশি দায়ী যানবাহনের ধোঁয়া। প্রতিবছর প্রায় ৫৩ হাজার মানুষ মৃত্যুবরণ করে যানবাহনের ধোঁয়াতে। এরপরই রয়েছে শক্তি উৎপাদন কেন্দ্র। এক্ষেত্রে সংখ্যাটি ৫২হাজার।

গবেষকরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের উপর গবেষণা করে দেখছেন নির্গত দূষকের কারণে সবচেয়ে বেশি স্বাস্থ্যগত প্রভাব পড়ছে ক্যালিফোর্নিয়াতে। এতে প্রতিবছর বায়ুদূষণজনিত জটিলতায় ভুগে মৃত্যুবরণকারীর সংখ্যা প্রায় ২১ হাজার।

এ প্রসঙ্গে গবেষক স্টিভেন ব্যারেট বলেন, ‘গত পাঁচ-দশ বছরের তথ্য-প্রমাণ থেকে দেখা গেছে অকাল বায়ু দূষণে মৃত্যুবরণকারীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।’


(দিরিপোর্ট২৪/এমএইচএস/এমডি/অক্টোবর ০৬, ২০১৩)


পাঠকের মতামত:

SMS Alert

পরিবেশ প্রতিবেশ এর সর্বশেষ খবর

পরিবেশ প্রতিবেশ - এর সব খবর