thereport24.com
ঢাকা, সোমবার, ২০ মে 24, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১২ জিলকদ  1445

ভারতে সরকারি অফিসে নিষিদ্ধ হচ্ছে জিমেইল, ইয়াহু

২০১৩ অক্টোবর ২৯ ১৮:১৩:১৮
ভারতে সরকারি অফিসে নিষিদ্ধ হচ্ছে জিমেইল, ইয়াহু

দিরিপোর্ট২৪ ডেস্ক : ভারতের সরকারি অফিসগুলোতে জিমেইল ও ইয়াহু নিষিদ্ধ করা হচ্ছে। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা হয়েছে, দেশটির ওপর অন্য দেশ যেন ইন্টারনেটে নজরদারি করতে না পারে এজন্যই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বছরের শেষেই সরকারিভাবে এ ঘোষণা দেওয়া হবে। আগামী জানুয়ারি থেকে সরকারি কোনো তথ্য আর জিমেইল বা ইয়াহুর মাধ্যমে আদান-প্রদান করা হবে না। এর পরিবর্তে দেশটির সরকারি ওয়েবসাইট এনআইসি’র ই-মেইল সার্ভিস ব্যবহার করা হবে।

ভারতের ইলেক্ট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি বিভাগের (ডিইআইটিওয়াই) সচিব জে সত্যনারায়ণ জানান, ই-মেইলের ব্যবহারবিধির একটি খসড়া তৈরি করা হয়েছে। এটা এখন অন্যান্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।

প্রশাসনিক সূত্রে জানা যায়, সরকারের বিশাল তথ্যভাণ্ডারকে নিরাপত্তা দিতেই এ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডিইআইটিওয়াই সূত্রে জানা যায়, সরকারি সকল প্রতিষ্ঠানে বাধ্যতামূলভাবে nic.in এর মাধ্যমে তথ্য আদান-প্রদান ও সংরক্ষণ করতে হবে। এর বাইরে কেউ জিমেইল, ইয়াহু, হটমেইলসহ অন্য কোনো সাইট ব্যবহার করতে পারবে না।

এর ফলে দেশটির পাঁচ থেকে ছয় লাখ কর্মকর্তা-কর্মচারীকে একটি সাইট ব্যবহার করতে হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বব্যাপী ইন্টারনেট সার্ভিসের মাধ্যমে নজরদারি ও ফোনে আড়িপাতার ঘটনায় ভারত সরকার এ সতর্ক পদক্ষেপ নিলো।

(দিরিপোর্ট২৪/এসকে/এইচএসএম/অক্টোবর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর