thereport24.com
ঢাকা, সোমবার, ৭ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১১ মহররম 1447

উত্তরায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

২০১৪ জানুয়ারি ১২ ১৭:২৩:১৪
উত্তরায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকা থেকে রবিবার অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ জাফর ইকবাল জানান, বিকেল ৩টার দিকে ১৪ নাম্বার সেক্টরের ২০ নাম্বার রোডের ৩৭ নাম্বার বাড়ির সামনের ড্রেন থেকে প্লাস্টিকের বস্তার ভেতরে কম্বল পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। লাশের সঙ্গে একটা ওড়না পাওয়া গেছে।

এসআই আরও জানান, লাশের মাথার পেছনে কাটা আঘাতের চিহ্ন ও ঠোঁট থেতলানো ছিল। কে বা কারা তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখেছে তা জানা যায়নি।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এসআর/ডব্লিউএস/এনডিএস/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর