thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

‘বিরোধী দলসহ সরকার গঠন একদলীয় ব্যবস্থারই নামান্তর’

২০১৪ জানুয়ারি ১২ ১৭:৪৭:৪৫
‘বিরোধী দলসহ সরকার গঠন একদলীয় ব্যবস্থারই নামান্তর’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেছেন, ভোটবিহীন নির্বাচন ও বিরোধী দলসহ সরকার গঠন একদলীয় ব্যবস্থারই নামান্তর।

মন্ত্রীদের শপথ গ্রহণের পর রবিবার দলটির দফতর সম্পাদক এসএম আনছার উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এ ব্যবস্থায় পার্লামেন্টে সরকার কোনো বিল আনলে বিরোধী দলের সবাইকে তা সমর্থন করতে হবে। বিরোধিতার কোনো সুযোগ থাকবে না। কারণ সরকারের কোনো বিলে বিরোধী দলের কোনো মন্ত্রী বিরোধিতা করতে পারবেন না।

নেতৃবৃন্দ বলেন, এমতাবস্থায় বিরোধীদলীয় নেতার নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী নন এমন সদস্যরা কোনো বিলের বিরুদ্ধে ভোট দিলে বিরোধী দল থেকে নেওয়া মন্ত্রীদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। ফলে এ ধরনের পরিস্থিতিতে বিরোধী দলকে সরকারের সব বিলে সমর্থন দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এ ধরনের ব্যবস্থাকে একদলীয় ব্যবস্থা ছাড়া আর কিছুই বলা যায় না।

বিবৃতিতে নেতৃবৃন্দ এ ধরনের জগাখিচুড়ি ব্যবস্থা বাতিল করে অবিলম্বে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বিধিসম্মত সংসদ ও সরকার গঠনের উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান তারা।

(দ্য রিপোর্ট/এইউএ/এনডিএস/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর