thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

চবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, নিহত ১

২০১৪ জানুয়ারি ১২ ১৮:০১:০০
চবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, নিহত ১

চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিহত মামুন হায়দার বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি নোয়াখালী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ক্যাজুয়ালটি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমন কল্যাণ সাহা মামুন হায়দারের মৃত্যু নিশ্চিত করেছেন।

তবে, চবি ছাত্রশিবিরের সা. সম্পাদক মোস্তাফিজুর রহমান সংঘর্ষে তাদের চার কর্মী মামুন হায়দার, রকি, মুজাহিদ ও শরীফ মারা গেছে বলে দাবি করেছেন।

চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া ঘটনাস্থলে উপস্থিত পুলিশের উপ-পরিদর্শক মো. শহীদুল্লাহ জানান, সংঘর্ষের ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে।

দ্য রিপোর্টের চবি প্রতিবেদক জানান, শাহ আমানত হলটি দখল নিতে ছাত্রলীগকর্মীরা রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হামলা চালায়। এ সময় ছাত্রশিবিরের কর্মীরা তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে গুলি করে ও বোমার বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

সন্ধ্যা ৭টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে।

(দ্য রিপোর্ট/আরপি/জেএম/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর