thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মায়ের গর্ভে মেয়ের সন্তান

২০১৪ জানুয়ারি ১২ ১৮:০৩:০৭
মায়ের গর্ভে মেয়ের সন্তান

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক মায়ের গর্ভে বেড়ে উঠছে মেয়ের সন্তান। মায়ের বয়স ৫৮, মেয়ের ৩২। আগামী ফেব্রুয়ারির প্রথম দিকেই ভূমিষ্ঠ হবে নানির গর্ভে থাকা ওই কন্যা সন্তান। খবর গাল্ফ নিউজের।

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে বসবাসকারী মেয়ে লোরিয়েন মেককিনন সন্তান ধারণে অক্ষম থাকার কারণে সন্তানের মুখ দেখার আশা ছেড়ে দিয়েছিলেন। তবে মেয়ে হাল ছড়লেও হাল ছড়েননি মা জুলিয়া ন্যাভ্যার্রো। মেয়ের নিষিক্ত ডিম্বানু নিজের গর্ভে ধারণের সিদ্ধান্ত নেন জুলিয়া।

ন্যাভ্যার্রো বলেন, ‘পরিবারের সদস্য হিসেবে আমাদের দায়িত্ব একে অপরকে সহযোগিতা করা।’

ন্যাভ্যার্রোর নার্স জানান, সন্তান জন্মদানে ন্যাভ্যার্রো শারীরিকভাবে সক্ষম কিনা তা পরীক্ষা করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, বয়সের কারণে ১২ বছর আগেই ন্যাভ্যার্রো স্বাভাবিকভাবে সন্তান ধারণের সক্ষমতা হারিয়েছিল। একটানা তিনমাস তাকে হরমোন প্রদানের মাধ্যমে সন্তান ধারণের জন্য উপযুক্ত করে তোলা হয়।

তিনি জানান, ডাক্তারের পক্ষ থেকে ন্যাভ্যার্রোর সন্তান ধারণের সম্ভাবনা মাত্র ৪৫ ভাগ বলে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু গর্ভধারণের পর তেমন কোনো শারীরিক সমস্যায় পড়তে হয়নি ন্যাভ্যার্রোরকে।

(দ্য রিপোর্ট/এআইএম/এমডি/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর