thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘সাদামাটা অথচ অত্যন্ত বুদ্ধিদীপ্ত মানুষ’

২০১৪ জানুয়ারি ১২ ১৮:১৫:২৭
‘সাদামাটা অথচ অত্যন্ত বুদ্ধিদীপ্ত মানুষ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘সাদামাটা অথচ অত্যন্ত বুদ্ধিদীপ্ত মানুষ’ ছিলেন সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। গণমাধ্যমের কাছে পাঠানো রবিবার এক লিখিত বিবৃতিতে এই মন্তব্য করেন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস।

‘সরকারের দুর্নীতি কিংবা মানুষের শঠতার মুখোমুখি হলে বিচারপতি হাবিবুর রহমান ভীষণ ক্ষুব্ধ হতেন’ উল্লেখ করে বিবৃতিতে ড. ইউনূস বলেন, হঠাৎ করে বিচারপতি হাবিবুর রহমান আমাদের ছেড়ে চলে যাবেন বুঝতে পারিনি। অনেক দিন তার সঙ্গে দেখা হয়নি। অথচ ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রতিদিন তার সঙ্গে দীর্ঘসময় কাটিয়েছি। যারা তাকে কাছে থেকে দেখেনি তারা কোনোদিন বুঝতে পারবেন না কত অসম্ভব রকম চমৎকার মানুষ ছিলেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টাকে ‘সাদামাটা অথচ অত্যন্ত বুদ্ধিদীপ্ত মানুষ’ উল্লেখ করে ড. মোহাম্মদ ইউনূস আরও বলেন, ‘তার সান্নিধ্যে না আসলে তার গভীরতার পরিমাপ পাওয়া যাবে না। তিনি অত্যন্ত সরল মানুষ ছিলেন। সরকারের দুর্নীতি কিংবা মানুষের শঠতার মুখোমুখি হলে তিনি ভীষণ ক্ষুব্ধ হয়ে পড়তেন। অন্য কোনো কাজে মন বসাতে পারতেন না। তিনি ছিলেন জাতির কাছে প্রচণ্ড বিশ্বস্ততার প্রতীক। জাতি তার কথা ও কাজে নির্দ্বিধায় নির্ভর করতে পারত।’

‘জাতির এই দুর্দিনে তাকে হারিয়ে আমরা সবাই অসহায় বোধ করছি। তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি’- জানান ড. মোহাম্মদ ইউনূস।

(দ্য রিপোর্ট/এএইচ/এমএআর/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর