thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

পুলিশ হত্যা মামলার ২ আসামির জবানবন্দি গ্রহণ

২০১৪ জানুয়ারি ১২ ১৮:৪৯:০৪

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বাংলামোটরে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে পুলিশ কনস্টেবল ফেরদৌস খলিল হত্যা করার মামলার দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

এরা হলেন- আসামি অনুপ চন্দ্র বর্মণ ও রবিউল ইসলাম নয়ন। তাদের রবিবার সিএমএম আদালতে উপস্থিত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের ম্যাজিস্ট্রেট এরফান উল্লাহ জবানবন্দি রেকর্ড করার জন্য নির্দেশ দেন। পরে তাদের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানা দক্ষিণের ডিবি পুলিশ এসআই বাহউদ্দিন ফারুকি এ আবেদন করেন। এ মামলার আরেক আসামি জুবায়ের ডিবি পুলিশের হেফাজতে আছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় পুলিশের বহনকৃত গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল ফেরদৌস খলিল নিহত হন।

(দ্য রিপোর্ট/জেএ/এসবি/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর