thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

পরিবারের সঙ্গে পুনর্মিলিত হতে পারলে অবাক হব : দেবযানী

২০১৪ জানুয়ারি ১২ ১৮:৫৪:৪১
পরিবারের সঙ্গে পুনর্মিলিত হতে পারলে অবাক হব : দেবযানী

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলিত হতে পারলে বিস্মিত হবেন বলে মন্তব্য করেছেন ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে। ভারতে আসার পর দেশটির একটি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর এনডিটিভির।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৩৯ বছর বয়সী দেবযানীর স্বামী এবং ৭ ও ৪ বছর বয়সী দুটি মেয়ে বসবাস করছে।

দেবযানী রবিবার বলেন, ‘যদি আমার সন্তানরা যুক্তরাষ্ট্রে পড়ালেখা ও কাজ করতে চায়? যদি আমি এখনকার মতো সেখানে যেতে না পারি? তা হলে কী আমরা কোনোদিন একসঙ্গে বসবাস করতে পারব না?’

তিনি বলেন, ‘আমি ভারতে এসেছি, কিন্তু আমাকে এখনও প্রমাণ পেশ করতে হবে। পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থাকায় আমার সন্তানদের জন্যে আমি খুবই কষ্টে আছি।’

এর আগে একমাস আটক থাকার পর গত শুক্রবার ছাড়া পেয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসেন এই কূটনীতিক। যুক্তরাষ্ট্রের প্রসিকিউশন তাকে পূর্ণ কূটনৈতিক নিরাপত্তা ও দেশ ছাড়ার অনুমতি দেয়।

গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় কূটনীতিক দেবযানীকে ভিসা জালিয়াতির মাধ্যমে সঙ্গীতা রিচার্ড নামে এক নারীকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা ও কম মজুরি দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়। এ সময় তাকে বিবস্ত্র করে তল্লাশি চালানোর অভিযোগ রয়েছে।

এ ঘটনাটি নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বেশ উষ্ণ সম্পর্ক বিরাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সরকার কিছুটা নমনীয় হয়ে দেবযানীর বিরুদ্ধে মামলা না চালানো ও তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।

(দ্য রিপোর্ট/এসকে/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর