thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

এক মাস পর প্রেসিডেন্ট পার্কে এরশাদ

২০১৪ জানুয়ারি ১২ ১৯:০০:৪৮
এক মাস পর প্রেসিডেন্ট পার্কে এরশাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : নানা জল্পনা-কল্পনা আর নাটকের অবসান ঘটিয়ে এক মাস পর অবশেষে নিজ বাসভবনে ফিরলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিজ বাসভবন বারিধারার প্রেসিডেন্ট পার্কে তিনি প্রবেশ করেন। ঢাকা মেট্রো-ঘ : ১৩-৭৩৬৫ নম্বরের কালো রঙের ফরচুনার পাজেরো গাড়িতে করে তিনি বাসায় প্রবেশ করেন। তবে বাসার সামনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব না দিয়েই তিনি ওপরে উঠে যান।

এরশাদকে স্বাগত জানাতে সন্ধ্যার পর থেকেই অর্ধশতাধিক নেতাকর্মী জমায়েত হয়েছেন দূতাবাস রোডের প্রেসিডেন্ট পার্কে।

১২ ডিসেম্বর ‘আটকের’ পর ঢাকা ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বাসায় ফিরছেন এরশাদ। এর আগে বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি।

এ ছাড়া শনিবার দুপুর ১২টায় রংপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন এরশাদ।

(দ্য রিপোর্ট/সাআ/এপি/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর