thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

নবগঠিত মন্ত্রিসভা অবৈধ : জামায়াত

২০১৪ জানুয়ারি ১২ ১৯:৪৯:৩২
নবগঠিত মন্ত্রিসভা অবৈধ : জামায়াত

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নবগঠিত মন্ত্রিসভাকে অবৈধ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।

এক বিবৃতিতে রবিবার সন্ধ্যায় তিনি নতুন এ মন্ত্রিসভাকে প্রত্যাখ্যান করে বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা অবৈধ, বেআইনি ও সংবিধান পরিপন্থি। ৫ জানুয়ারির ভোটারবিহীন, গণপ্রত্যাখ্যাত তামাশার নির্বাচনের মাধ্যমে তথাকথিত ১০ম সংসদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই।’

তিনি বলেন, ‘এ সংসদ জনগণের ভোটে নির্বাচিত হয়নি। আওয়ামী লীগ ও তাদের কয়েকটি পকেট সংগঠন জবরদখল করে আজ্ঞাবহ নির্বাচন কমিশন দ্বারা নির্বাচনের নামে নাটক করে সংসদ তৈরি করেছে। এ সংসদ ও সরকার বাংলাদেশের ১৬ কোটি মানুষের কোনো প্রতিনিধিত্ব করে না। জনগণ এ সরকারকে প্রত্যাখ্যান করেছে। দেশে-বিদেশে এ সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই।’

মকবুল বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ৭২(৩) অনুচ্ছেদ অনুযায়ী ৯ম জাতীয় সংসদ আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। ৯ম সংসদ বহাল থাকাবস্থায় ১০ম সংসদ গঠিত হতে পারে না এবং অবৈধ ১০ম সংসদ সদস্যদের নিয়ে মন্ত্রিসভা গঠনের কোনো নৈতিক ভিত্তি নেই।’

(দ্য রিপোর্ট/কেএ/এনডিএস/ এনআই/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর