thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

স্পর্শকাতর ত্বকের যত্নে গ্রিন টি

২০১৪ জানুয়ারি ১২ ২০:৪৫:৩৭
স্পর্শকাতর ত্বকের যত্নে গ্রিন টি

দ্য রিপোর্ট ডেস্ক : ত্বকের ধরন স্পর্শকাতর হলে দুশ্চিন্তার শেষ থাকে না। সবসময় একটা না একটা বিপত্তি লেগে থাকে। সবচেয়ে বিপত্তি ঘটে যখন ত্বকে লাল ফুসকুড়ি ওঠে। শুধু দেখতে অসুন্দর লাগে তা নয়- সঙ্গে থাকে অস্বস্তিকর জ্বলুনি। এর একটা সহজ সমাধান আছে আপনার রান্না ঘরে।

একটি গ্রিন টি ব্যাগ নিয়ে গরম পানিতে কিছুক্ষণ রাখুন। পানি থেকে তুলে ফেলে ঠাণ্ডা করে নিন। এবার মুখে ভালো করে ধুলিয়ে নিন। গ্রিন টি’র অ্যান্টিঅ্যাক্সিডেন্ট দ্রুত প্রদাহ ও ফুসকুড়ি কমাতে সাহায্য করে।

এ ছাড়া বলিহীন স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে গ্রিন টি। তাই ত্বকে প্রাকৃতিক ঔজ্জ্বল্য আনতে ব্যবহার করুন গ্রিন টি।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর