thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

নির্বাচন নিয়ে অতৃপ্তি রয়েছে : শাহ নেওয়াজ

২০১৪ জানুয়ারি ১২ ২০:৫৬:৪৯
নির্বাচন নিয়ে অতৃপ্তি রয়েছে : শাহ নেওয়াজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেছেন, দশম সংসদ নির্বাচনে একটি বড় দল বা জোট অংশগ্রহণ না করায় নির্বাচন কমিশনের (ইসি) অতৃপ্তি রয়েছে। এরপরও নানা প্রতিকূলতার মাঝে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। এটাই কমিশনের বড় সফলতা।

নির্বাচন কমিশন সচিবালয়ে রবিবার সন্ধ্যা ৭টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

শাহনেওয়াজ বলেন, একটা দল বা জোট শুধু নির্বাচন বর্জনই করেনি। প্রতিহতও করেছে। এ কারণে অন্যান্য বারের তুলনায় এ বার সহিংসতা কিছুটা বেশি হয়েছে। কমিশন থেকে সহিংসতাকারীদের শনাক্ত করে কঠোর শাস্তি দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সহিংসতায় আহত কর্মকর্তাদের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে যে সব কর্মকর্তা-কর্মচারী আহত ও নিহত হয়েছেন তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ তালিকা পেলে দ্রুতই তাদের ইসির তহবিল থেকে সহায়তা দেওয়া হবে।

এ সহায়তা সরকারি সহায়তার চেয়ে কোনো অংশে কম হবে না বলেও জানান তিনি।

শাহনেওয়াজ বলেন, ১৬ জানুয়ারিতে স্থগিত ৮ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সুষ্ঠু করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন বিষয়ে তিনি বলেন, শীঘ্রই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য প্রস্তুতি নিচ্ছে ইসি।

এ ছাড়া স্থানীয় সরকারের নির্বাচন উপযোগী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সময়মত সম্পন্ন করবে কমিশন। এ সব বিষয়ে কমিশন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন চলাকালে নানা সহিংসতার কারণে স্থগিত হওয়া ছয় জেলার আটটি আসনের ৩৯২ কেন্দ্রের নির্বাচন ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শনিবার এ নিয়ে আইনশৃঙ্খলা বৈঠকও করেছে কমিশন। এ সব নির্বাচনী এলাকায় সেনাবাহিনী ১৭ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে।

(দ্য রিপোর্ট/এমএস/এমএআর/ এনআই/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর