thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

পাঁচবিবিতে ২ ছাত্রলীগকর্মীর পায়ের রগ কর্তন

২০১৪ জানুয়ারি ১২ ২১:০৪:৫৯
পাঁচবিবিতে ২ ছাত্রলীগকর্মীর পায়ের রগ কর্তন

জয়পুরহাট সংবাদদাতা : জেলার পাঁচবিবি উপজেলার বিভিন্ন স্থানে রবিবার দুপুরে বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় দুই ছাত্রলীগকর্মীর পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন- বালিঘটা গ্রামের আঙ্গুর কবিরাজের ছেলে মোমিনুল ইসলাম (২৫) ও দানেজপুর গ্রামের গোপাল চন্দ্রের ছেলে শরৎ (২২)। তাদের জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ১৮ দলের অবরোধ চলাকালে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সমর্থিত নেতাকর্মীরা ৩টি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে করে পল্লী বিদ্যুৎ এলাকায় যায়। সেখানে বসে থাকা ৪-৫ জন ছাত্রলীগকর্মী তাদের ওপর ককটেল ছুড়ে মারে। এ সময় ১৮ দলের কর্মীরা ধাওয়া করে তাদের দু’জনের পায়ের রগ কেটে দেয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(দ্য রিপোর্ট/এএএম/এসবি/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর