thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

২০১৪ জানুয়ারি ১২ ২১:০৬:৪৬
রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রংপুর সংবাদদাতা : রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত ও ৩ জন আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার খালাশপীর-ভেন্ডাবাড়ী সড়কের ঝারামবাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রবিবার দুপুরে উপজেলার ঝারামবাড়িতে দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মিজানুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় আহত হন রুমা খাতুন, মোফাজ্জল ও মোস্তাককে। নিহত মিজানুর রহমান উপজেলার খাসতালুক গ্রামের আবু বক্করের ছেলে ও গুর্জিপাড়া দাখিল মাদ্রাসার সুপার।

পীরগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরআই/এপি/ এনআই/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর