thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ভেনেজুয়েলায় দুর্নীতিগ্রস্ত পুলিশদের ধরতে পদক্ষেপ

২০১৪ জানুয়ারি ১২ ২১:০৮:৪৯
ভেনেজুয়েলায় দুর্নীতিগ্রস্ত পুলিশদের ধরতে পদক্ষেপ

দ্য রিপোর্ট ডেস্ক : দুর্নীতিগ্রস্ত পুলিশদের ধরতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে নিজের মোবাইল নাম্বার দিলেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী মিগুয়েল রদ্রিগেজ। খবর বিবিসির।

পুলিশের যে কোনো দুর্নীতির খবর সরাসরি তার মোবাইল ফোনে জানাতে জনগণকে অনুরোধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তথ্য অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

রদ্রিগেজ বলেন, ‘পুলিশের প্রতি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতে হলে দুর্নীতির মূলোৎপাটন করতে হবে।’

সম্প্রতি দেশটিতে সাবেক সেরা সুন্দরী মনিকা স্পেয়ার ও তার স্বামীকে গুলি করে হত্যার ঘটনায় জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এর পর পরই তিনি এ ঘোষণা দিলেন।

বিশ্বের অন্য দেশের তুলনায় ভেনেজুয়েলায় হত্যার হার অনেক বেশি। এর প্রধান কারণ হিসেবে দেশটির পুলিশ সদস্যদের দুর্নীতিকেই চিহ্নিত করা হয়ে থাকে।

(দ্য রিপোর্ট/এসকে/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর