thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

জয়পুরহাটে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর

২০১৪ জানুয়ারি ১২ ২১:১২:১৭
জয়পুরহাটে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর

জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটে যুবলীগ-ছাত্রলীগের অবরোধবিরোধী মিছিল থেকে শহরের আমতলী এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও ফার্নিচারের দোকান ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে শহরের আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল নিয়ে ছাত্রলীগ-যুবলীগ বাজলা সরকারি বিদ্যালয়ের সামনে পৌঁছে কটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা একটি ফোমের দোকান ভাঙচুর করে ও ডায়াগনস্টিক সেন্টার লক্ষ্য করে গুলি করে। এ সময় তারা ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। পুলিশের সামনেই এমন ঘটনা ঘটলেও তারা কোনো ভূমিকা পালন করেনি।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনর্চাজ আব্দুর রশিদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এএএম/এফএস/এসবি/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর