thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

রংপুরে স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেফতার ১৫

২০১৪ জানুয়ারি ১২ ২১:৩৫:০৮
রংপুরে স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেফতার ১৫

রংপুর সংবাদদাতা : ট্রেন থামানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম ও যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান তিতুসহ ১৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অবরোধের সমর্থনে রবিবার সকালে রংপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থামানোর জন্য স্বেচ্ছাসেবক দলের ৩০/৪০ জন নেতাকর্মী একত্রিত হয়। বিষয়টি টের পেয়ে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী সেখান থেকে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান তিতুকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে শনিবার সকাল থেকে মধ্য রাত পর্যন্ত মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে। রংপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, কোতোয়ালি থেকে মোখতারুল (২৬), শাহ আলম (২১), মাকসুদার (৫১), পীরগাছা থেকে আব্দুল আলিম (৩৫), মুসফিকুর রহমান (৪০), নুরুন্নবী (৩৬), রশিদুল (৩২), আফজাল (৩৫), পীরগঞ্জ থেকে মাসুদার রহমান (৫০), ওমর ফারুক (১৮), তারাগঞ্জ থেকে আব্দুর রশিদ (২৫) এবং ইয়াহিয়াকে (৩০) গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা বিভাগের সিনিয়র উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে ব্যালটবাক্স ছিনতাই অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিসংসতার অভিযোগে মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরআই/এপি/ এনআই/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর