thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

মানিকগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা

২০১৪ জানুয়ারি ১২ ২১:৩৭:৩৮
মানিকগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা

মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জ সদর উপজেলার আন্ধারমানিক গ্রামের কালীচরণ মণ্ডলকে (৭৫) প্রকাশ্যে হাত কেটে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আজাদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার এসআই শাহ আলম দ্য রিপোর্টকে জানান, রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। কি কারণে কালীচরণকে হত্যা করলো তা জানা যায়নি। থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

নিহতের জামাতা অজিত কুমার দ্য রিপোর্টকে জানান, কালীচরণ বাড়ির পাশের জমিতে দা দিয়ে জমির বেড়া তৈরির কাজ করছিলেন। এ সময় আজাদ কালীচরণের কাছ থেকে দা নিয়ে এলোপাথাড়ি কুঁপিয়ে এক হাত কেটে ফেলে ও জবাই করে। আজাদ পালাতে গেলে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে দেয়।

(দ্য রিপোর্ট/এনইউএস/এমএইচও/এসবি/ এনআই/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর