thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

আদমকে ছাড়াতে সংসদ সদস্যের থানা ঘেরাও

২০১৪ জানুয়ারি ১২ ২২:০৫:৩৯
আদমকে ছাড়াতে সংসদ সদস্যের থানা ঘেরাও

যশোর সংবাদদাতা : মনিরামপুরে পুলিশের হাতে গ্রেফতার হওয়া আদম বাহিনীর প্রধান আদম আলীর মুক্তির দাবিতে থানা ঘেরাও করে শ্লোগান দিচ্ছেন সরকারদলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট খান টিপু সুলতান। তার সঙ্গে আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আদমকে না ছাড়া পর্যন্ত অবস্থান চলবে বলে ঘোষণা দিয়েছেন টিপু সুলতান।

সংসদ সদস্যের অভিযোগ, তার প্রতিদ্বন্দ্বী স্বপন ভট্টাচার্য্যের স্বার্থে যশোরের পুলিশ সুপার আদমকে গ্রেফতার করেছেন। তবে পুলিশ সুপার জয়দেবকুমার ভদ্র বলছেন, সব সন্ত্রাসীকে আটক করা পুলিশের দায়িত্ব।

১৬ জানুয়ারি যশোর-৫ (মনিরামপুর) আসনে স্থগিত ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা স্বপন ভট্টাচার্য্য সুষ্ঠুভাবে ভোটগ্রহণের স্বার্থে সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করে যশোরে সংবাদ সম্মেলন করেন।

জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে মনিরামপুর শহরের পানবাজার এলাকা থেকে আদম আলীকে গ্রেফতার করে যৌথবাহিনী। গ্রেফতার আদম মনিরামপুর পৌর যুবলীগের আহ্বায়ক। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, বোমাবাজি, অস্ত্রবাজি, চাঁদাবাজিসহ নানা অভিযোগ ও মামলা রয়েছে। কদিন আগে মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবালের বাড়িতে বোমা হামলার ঘটনায় থানায় যে মামলা হয়, আদম তার প্রধান আসামি। শহীদ ইকবালের অভিযোগ, আদমের নেতৃত্বে ওই ঘটনা ঘটানো হয়।

আদমকে গ্রেফতারের প্রতিবাদে দুপুরে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট খান টিপু সুলতান দলবল নিয়ে থানা ঘেরাও করেন। সংসদ সদস্য থানা অভ্যন্তরে চেয়ার নিয়ে বসে রয়েছেন আর তার অনুসারীরা থানার গেটের বাইরে আদমের মুক্তির দাবিতে শ্লোগান দিচ্ছেন।

সংসদ সদস্য দাবি করেছেন, আদম নিরীহ রাজনৈতিককর্মী ও জনপ্রতিনিধি। যশোরের পুলিশ সুপার জয়দেবকুমার ভদ্র ১৬ জানুয়ারি স্থগিত কেন্দ্রগুলোতে তার প্রতিদ্বন্দ্বী স্বপন ভট্টাচার্য্যকে সুবিধা পাইয়ে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। অথচ সাম্প্রদায়িক সন্ত্রাসে জড়িতদের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এ অবস্থায় আদমকে গ্রেফতার করায় এলাকাবাসী থানায় হামলার প্রস্তুতি নিচ্ছিল।

‘আমি তাদের ঠেকিয়ে রেখেছি’- দাবি অ্যাডভোকেট খান টিপু সুলতানের। সংসদ সদস্য ঘোষণা দিয়েছেন, পুলিশ আদমকে না ছাড়া পর্যন্ত থানার সামনে অবস্থান অব্যাহত থাকবে।

তবে পুলিশ সুপার জয়দেব ভদ্র বলছেন, তার কাছে সব সন্ত্রাসীই সমান। যাদের বিরুদ্ধে মামলা আছে, সন্ত্রাসের অভিযোগ আছে, তাদের সবাইকে গ্রেফতারে অভিযান চলছে। ইতোমধ্যে মনিরামপুর উপজেলা বিএনপি সভাপতি পৌরসভার মেয়রসহ বিএনপি-জামায়াতের তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতে এখন শান্তি বিরাজ করছে।

পুলিশ সুপার বলেন, ১৬ জানুয়ারি স্থগিত কেন্দ্রগুলোতে যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করা যায়, এর জন্য যৌথবাহিনী সব পদক্ষেপ নিচ্ছে। চিহ্নিত সন্ত্রাসী, মামলার আসামিদের গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতার আদম আলীর বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/জেএম/এমএআর/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর