thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ফিলিস্তিনে পুলিশ ও শরণার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫০

২০১৪ জানুয়ারি ১২ ২২:২৫:৫০
ফিলিস্তিনে পুলিশ ও শরণার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫০

দ্য রিপোর্ট ডেস্ক : জাতিসংঘের ত্রাণ সংস্থার বিরুদ্ধে আন্দোলনরত ফিলিস্তিনি শরণার্থীদের সঙ্গে দেশটির পুলিশের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। খবর রয়টার্সের।

ইসরায়েল অধ্যুষিত পশ্চিম তীরের জালাজৌন শরণার্থী শিবিরে রবিবার এ ঘটনা ঘটে। গত এক সপ্তাহের মধ্যে এটি ভয়াবহ সংঘর্ষের ঘটনা।

স্থানীয় কর্মীদের বেতন বাড়ানোর দাবিতে টানা একমাস ধরে ওই শরণার্থী শিবিরের অধিবাসীরা জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে।

পশ্চিম তীরের এ শরণার্থী শিবিরে সাত লাখ ৩০ হাজার উদ্বাস্তু রয়েছেন। এর বিপরীতে কর্মী রয়েছে পাঁচ হাজার।

আন্দোলনের পর থেকেই ওই শিবিরের স্কুল, ক্লিনিক সব বন্ধ রয়েছে।

শিবিরের বাসিন্দা মোহাম্মদ নজর বলেন, ‘আমাদের দাবিগুলোকে তুলে ধরার জন্য আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই।’

পশ্চিম তীরে নিযুক্ত ফিলিস্তিনের নিরাপত্তা সংস্থার মুখপাত্র আদনান আল-দামিরি বলেন, ‘শরণার্থীদের প্রতি আমাদের সহানুভূতি আছে। কিন্তু কোনো প্রকার অরাজকতা সহ্য করা হবে না।’

পুলিশের এক মুখপাত্র জানান, এ ঘটনায় অন্তত ৪০ জন পুলিশ আহত হয়েছেন।

এদিকে কর্মীদের কম বেতন দেওয়ার কথা স্বীকার করেছেন জাতিসংঘের ত্রাণ সংস্থার কর্মকর্তারা। সিরিয়ায় সাহায্য ও ফান্ড কমে যাওয়ায় এ মুহূর্তে কর্মীদের সঠিক বেতন দেওয়া সম্ভব হচ্ছে না বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর