thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

চাঁদপুরে গিফট বক্স ভর্তি বোমা উদ্ধার

২০১৪ জানুয়ারি ১৩ ০০:১৮:৪৩
চাঁদপুরে গিফট বক্স ভর্তি বোমা উদ্ধার

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার মক্কা ফার্মেসি থেকে রবিবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাপিং পেপারে মোড়ানো একটি গিফট বক্স ভর্তি বেশ কয়েকটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

দোকানের মালিক হুমায়ুন কবির জানান, রাত পৌনে ৮টার দিকে ২০/২৫ বছর বয়সের একটি যুবক তার দোকানে এসে একটি গিফট বক্স বলে বাক্সটি রেখে যায়। এর ঘণ্টাখানেক পর রাত সাড়ে ৯টায় চাঁদপুর মডেল থানার এসআই আবু সাইদসহ একদল পুলিশ এসে ওই ওষুধের দোকানে সন্ধান চালিয়ে বোমা ভর্তি বক্সটি উদ্ধার করে।

পরে পুলিশ প্যাকেটের একপাশ খুলে দেখে লাল স্কচটেপ এবং তার পেঁচানো বেশ কয়েকটি বোমা ভিতরে রয়েছে। তবে এগুলো পেট্রোল বোমা না টাইম বোমা রাত সাড়ে ১১টা পর্যন্ত তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ মোরশেদ আলম বলেন, বোমাগুলো নিষ্ক্রিয় করা হবে।

(দ্য রিপোর্ট/এমবি/জেএম/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর