thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৮ রজব 1446

পরিবেশ দূষণের অভিযোগ

কালিয়াকৈরে পোশাক কারখানার ৫ লাখ টাকা জরিমানা

২০১৪ জানুয়ারি ১৩ ০০:৩৩:৩৯
কালিয়াকৈরে পোশাক কারখানার ৫ লাখ টাকা জরিমানা

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার একটি পোশাক তৈরি কারখানাকে ৫ লাখ জরিমানা করা হয়েছে। রবিবার পরিবেশ অধিদপ্তর ওই জরিমানা করেছে।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার আয়মন টেক্সটাইল এন্ড হোসিয়ারি লিমিটেড কারখানায় অভিযান চালায়। অভিযান চালিয়ে দেখেন ত্রুটিপূর্ণ ইটিপি ব্যবহার করছে। যার কারণে কারখানার তরল বর্জ্য বের হয়ে মকশ বিলসহ এলাকার পরিবেশ দূষণ করছে। ওই কারখানা কর্তৃপক্ষকে ঢাকার পরিবেশ অধিদপ্তরে হাজির হয়ে ওই কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা জমা দেওয়ার নির্দেশ দেন পরিবেশ অধিদপ্তরে পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমএমএফ/জেএম/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর