thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

ইরানের পারমাণবিক চুক্তি কার্যকর ২০ জানুয়ারি থেকে

২০১৪ জানুয়ারি ১৩ ০৬:২৯:২৪
ইরানের পারমাণবিক চুক্তি কার্যকর ২০ জানুয়ারি থেকে

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি এ মাস থেকেই কার্যকর হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়ন ২০ জানুয়ারি থেকে চুক্তিটি কার্যকর হচ্ছে বলে নিশ্চিত করেছে। খবর আল জাজিরা, বিবিসির।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এ বছরের নভেম্বরে স্বাক্ষরিত হওয়া চুক্তি বাস্তবায়নে গত সপ্তাহে চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, জার্মানি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে দেশটি।

ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসির প্রধান ক্যাথরিন অ্যাশটন বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন উভয়পক্ষই জাতিসংঘের পরিদর্শক দলকে চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য বলবে।

গত নভেম্বরে স্বাক্ষরিত এ চুক্তির অধীনে তেহরানকে ছয় মাসের মধ্যে পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনতে হবে। অবশ্য এর বিনিময়ে পশ্চিমা দেশগুলোকে ইরানের ওপর থেকে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং নতুন কোন পদক্ষেপ দেশটির ওপর আরোপ করা হবে না।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, চুক্তির ফলে আগামী ছয় মাসে আটটি ধাপে তেলের মূল্য বাবদ পাওনা ৪.২ বিলিয়ন ইউএস ডলার হস্তান্তর করা হবে ইরানকে।

(দ্য রিপোর্ট/জেএম/শাহ/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর