thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ব্যাংককে বিরোধীরা ‘শাটডাউন’ কর্মসূচি শুরু করেছে

২০১৪ জানুয়ারি ১৩ ১০:১৭:১৬
ব্যাংককে বিরোধীরা ‘শাটডাউন’ কর্মসূচি শুরু করেছে

দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সোমবার সকাল থেকে পূর্বঘোষিত ‘শাটডাউন’ কর্মসূচি শুরু করেছে দেশটির বিরোধী দল। দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২ ফেব্রুয়ারির নির্বাচন প্রতিহত ও প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে নামানোর দাবিতে এ ‘শাটডাউন’ কর্মসূচির ডাক দেয় দেশটির বিরোধীদলীয় বিক্ষোভকারীরা। খবর বিবিসির।

কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভকারীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ তৈরি করেছে। তারা শহরের গুরুত্বপূর্ণ জংশন ও স্টেশনের নিয়ন্ত্রণ নিচ্ছে।

এদিকে এই কর্মসূচিকে প্রতিহত করতে ১৮ হাজার নিরাপত্তাকর্মী রাজধানীতে নিয়োজিত করেছে দেশটির সরকার।

গত নভেম্বরে ইংলাকের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দেশটিতে এ পর্যন্ত কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। বিক্ষোভকারীদের দাবি, ইংলাক অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। তাদের দাবি, ২ ফেব্রুয়ারির নির্বাচন একটি প্রহসন। এর মাধ্যমে ওই একই পরিবারের হাতে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। বিরোধীরা যে কোনো শর্তে ওই নির্বাচন বানচাল করার শপথ নিয়েছে।

(দ্য রিপোর্ট/এআইএম/এমডি/শাহ/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর