thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন

২০১৪ জানুয়ারি ১৩ ১১:২৯:০৪
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত সরকারের মন্ত্রিসভার সদস্যরা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোমবার সকালে মন্ত্রিসভার সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

এর আগে রবিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়। ওই দিন বিকেলে বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদের ৪৯ সদস্য শপথগ্রহণ করেন। প্রথমে শপথ নেন তৃতীয়বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর পর্যায়ক্রমে ২৯ জন পূর্ণমন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী শপথ নেন।

(দ্য রিপোর্ট/এইউএ/এমডি/শাহ/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর