thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বিরোধী দলের বোধোদয় হয়েছে : তোফায়েল

২০১৪ জানুয়ারি ১৩ ১১:৪১:৪০
বিরোধী দলের বোধোদয় হয়েছে : তোফায়েল

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, হরতাল-অবরোধের মতো কর্মসূচি প্রত্যাহার করায় বোঝা যাচ্ছে বিরোধী দলের বোধোদয় হয়েছে।

রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত সরকারের মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ সব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তবে তার আগে সহিংসতা ও নৈরাজ্য বন্ধ করতে হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় অনেক দেশ বাংলাদেশকে সমর্থন করেনি, তারপরও দেশ স্বাধীন হয়েছে। বর্তমান সরকার গঠনের পরও কেউ সমর্থন করেনি। তবে বাঙালি বীরের জাতি, আমরা সামনে এগিয়ে যাব।

নবগঠিত সরকারের মেয়াদ কত দিন হবে এমন প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, সংবিধান অনুযায়ী পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করবে সরকার। এ সরকারের চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলা করা। সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলা করতে সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এইউএ/এমডি/শাহ/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর