thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধই হবে প্রধান কাজ’

২০১৪ জানুয়ারি ১৩ ১২:৪৭:১১
‘সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধই হবে প্রধান কাজ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ ও সন্ত্রাসীদের প্রতিহত করাই হবে আমাদের প্রধান কাজ’ এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নিজ কার্যালয়ে সোমবার দুপুর ১২টার দিকে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান বলেন, নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তা প্রতিরোধে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে পুলিশসহ স্থানীয় প্রশাসনের সহায়তায় নির্যাতিতরা বাড়ি ফিরেছেন।’

তিনি বলেন, ‘স্বয়ং প্রধানমন্ত্রী এ বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকা আইজিপি দুই-এক দিনের মধ্যে পরিদর্শনে যাবেন। মন্ত্রণালয়ের কাজ একটু গোছানোর পর আমিও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাব।’

‘পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময় জনগণ হয়রানির অভিযোগ পাওয়া যায়’ এ ব্যাপারে নতুন প্রতিমন্ত্রী হিসেবে আপনার করণীয় কী- এমন এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ থাকে তবে সংশ্লিষ্ট এলাকার এসপির কাছে অভিযোগ করা উচিত। তিনি যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে আরও ঊর্ধ্বতন মহলে অভিযোগ করতে হবে। মন্ত্রণালয়ে এমন অভিযোগ এলে অবশ্যাই বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যারা গাড়িতে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি চাই না আর কেউ এমন নির্মম হত্যার শিকার হোক।’

(দ্য রিপোর্ট/কেজেএন/এনডিএস/শাহ/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর