thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মেক্সিকোর মাদক ব্যবসায়ীদের ঘাঁটি দখল

২০১৪ জানুয়ারি ১৩ ১২:৫৫:৩৬
মেক্সিকোর মাদক ব্যবসায়ীদের ঘাঁটি দখল

দ্য রিপোর্ট ডেস্ক : মাদক ব্যবসায়ীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পশ্চিম মেক্সিকোর একটি শহর দখলে নিয়েছে দেশটির মাদক পাহারার কাজে নিযুক্ত বেসামরিক বাহিনী। বন্দুকযুদ্ধের মধ্যদিয়ে সংঘর্ষকবলিত ওই শহরটি দখলের ফলে মাদক ব্যবসায়ীরা অনেকটাই দুর্বল হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। খবর এনডিটিভির।

প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক পিকআপ ট্রাকে রবিবার বেসামরিক বাহিনীর সদস্যরা মেক্সিকোর মিশোয়াক্যান প্রদেশের নুয়েভা ইতালিয়া শহরে প্রবেশ করে। তারা শহরের পৌরভবনের সামনে গেলে নাইটস টেমপ্লার মাদক ব্যবসায়ী গোষ্ঠীর সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়।

বেসামরিক বাহিনীর এক সদস্য জানান, মাদক ব্যবসায়ীরা দুটি স্থান থেকে আমাদের গুলি করে। গুলিবিনিময় প্রায় দেড় ঘণ্টা ধরে চলে।

তিনি জানান, চারপাশ থেকে ঘিরে ফেলা শত শত একে-৪৭ বন্দুকের গুলিতে মাদক ব্যবসায়ী দলের দুই সদস্য আহত হয়েছে।

শহরটি দখলে নেওয়ার পর বেসামরিক দলের নেতারা মেয়র ও শহরবাসীদের সঙ্গে আলোচনা করেন।

(দ্য রিপোর্ট/এআইএম/এমডি/শাহ/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর