thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘রাবিশকে রাবিশ, বোগাসকে বোগাস বলতেই হয়’

২০১৪ জানুয়ারি ১৩ ১৩:৩৫:৪০
‘রাবিশকে রাবিশ, বোগাসকে বোগাস বলতেই হয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘রাবিশকে রাবিশ, বোগাসকে বোগাস বলতেই হয়’ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এক সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।

তিনি বলেন, ‘গত ৫ বছর আমি আনন্দের সঙ্গেই দায়িত্ব পালন করেছি। কিন্তু কিছু মানুষ বিশেষ করে বুদ্ধিজীবীদের কেউ কেউ সমালোচনা করেছেন বোগাস ও রাবিশ বলে। এতে কিছু যায় আসে না। যতদিন শরীর চলে ততদিন মান্নানসহ (অর্থ প্রতিমন্ত্রী) কাজ ভাগাভাগি করে নিয়ে চালিয়ে যাব।’

দ্বিতীয় মেয়াদের প্রথম দিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও এম এ মান্নান প্রথম অফিস করলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি)। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সকাল ১১টায় তারা যোগ দেন এক সংবর্ধনা অনুষ্ঠানে। এতে সভাপতিত্ব করেন ইআরডির সচিব আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইআরডির অতিরিক্ত সচিব আরাস্তু খান ও ইআরডির কর্মচারী সমিতির সভাপতি মোতাহার হোসেন।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমি আমার জীবনে দুটি চাকরি পূর্ণ মেয়াদে করেছি। এক হলো এডিবিতে আড়াই বছর আর দুই হলো এই সরকারের গত ৫ বছর।’ বক্তব্য দেওয়ার সময় তিনি বিচারপতি হাবিবুর রহমান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুজিবুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে স্মৃতিচারণ করেন।

অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আশা করছি এ মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে আমার সুখকর অভিজ্ঞতা হবে। সকলের সহযোগিতা চাই।’

সভাপতির বক্তব্যে ইআরডির সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘অর্থমন্ত্রী তার কৃতকর্ম দিয়ে কৃতীপুরুষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আর এম এ মান্নান তার অতীত অভিজ্ঞতা দিয়ে আমাদের সাহায্যে করবেন।’

(দ্য রিপোর্ট/জেজে/এমসি/শাহ/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর