thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড-২০১৪

ড্রামা ও কমেডি ফিল্মের জয়জয়কার

২০১৪ জানুয়ারি ১৩ ১৩:১৮:০২
ড্রামা ও কমেডি ফিল্মের জয়জয়কার

দ্য রিপোর্ট ডেস্ক : উৎকণ্ঠার পালা শেষ। রবিবার বিকেলে উন্মোচিত হয়েছে ৭১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের রঙিন পর্দা। নানা ঘটনা ও স্মৃতিময় মুহূর্তের মধ্য দিয়ে এবারের আয়োজনটির সমাপ্তি ঘটেছে। জানা হয়ে গেল ২০১৩ সালের গোল্ডেন গ্লোব বিজয়ীদের নাম ও কর্ম তৎপরতা। দ্য টেলিগ্রাফ সূত্রে পাঠকদের জন্য নিচে একনজরে এবারের বিজয়ীদের নাম ও ক্যাটাগরি তুলে ধরা হলো-

সেরা মুভি (ড্রামা)- টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেভ

সেরা টিভি সিরিজ (ড্রামা)- ব্রেকিং ব্যাড

সেরা অভিনেতা (ড্রামা)- ম্যাথিউ ম্যাককনোগে (ডায়ার্স বায়ার্স ক্লাব)

সেরা অভিনেত্রী (ড্রামা)- কেট ব্ল্যানচেট (ব্লু জেসমিন)

সেরা পরিচালক (ড্রামা)- অ্যালফনসো কোয়েরন (গ্র্যাভিটি)

সেরা কমেডি মুভি- আমেরিকান হেসেল

সেরা অভিনেতা (কমেডি)- লিওনার্দো ডি ক্যাপ্রিও (দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট)

সেরা অভিনেত্রী (কমেডি)-অ্যামি অ্যাডামস (আমেরিকান হেসেল)

সেরা অ্যানিমেশন মুভি- ফ্রোজেন

সেরা সহঅভিনেত্রী- জেনিফার লরেন্স

সেরা বিদেশি ভাষার মুভি- দ্য গ্রেট বিউটি (ইটালি)

সেরা টিভি সিরিজ অভিনেতা- ব্রায়ান ক্র্যানস্টন (ব্রেকিং ব্যাড)

সেরা টিভি সিরিজ অভিনেত্রী- রবিন রাইট (হাউস অফ কার্ডস)

সেরা টিভি সিরিজ(কমেডি)- ব্রুকলিন নাইন নাইন

বেভারলি হিলটন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানটি আমেরিকান টিভি চ্যানেল এনবিসি স্থানীয় রবিবার বিকেল ৫টা থেকে সরাসরি সম্প্রচার করেছে। প্রতিবারের মতো এবারও গ্লোডেন গ্লোব অ্যাওয়ার্ড ভক্ত-দর্শকদের ভোটের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/পিআর/এআর/এইচএসএম/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর